এককালের প্রমত্তা ভৈরব নদী,পীর,অলি,আউলিয়া,ফকির,দরবেশ,শিল্পী,সাধক এবং সুধীজনের পূণ্য স্মৃতি বিজড়িত ফকির মঙ্গল শাহ এর ফকিরহাট উপজেলায় সকলকে স্বাগতম। ফকিরহাট উপজেলা পীর-এ আজম খানজাহান আলীর স্মৃতি ধন্য এবং প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা। আটটি ইউনিয়নের সমন্বয়ে ১৫৬ বর্গ কিলোমিটারের এ উপজেলায় মোট জনসংখ্যা ২১০,৭৮৯ জন। এখানে অনেক স্বনাম ধন্য ও সুধী জনের বসবাস। মাছ,পান,সুপারী ও নারকেলের ব্যবসা এখানকার জনগনের মূল অর্থনৈতিক চালিকা শক্তি।এ উপজেলার জীবনযাত্রার মান উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে। জনগনের হাতের মুঠোয় সরকারী সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে উপজেলা ওয়েবপোর্টালটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।সকলের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে তথ্য প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত ও সমৃদ্ধ উপজেলা গড়াই আমাদের মূল উদ্দেশ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস