ফরিকহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিড ম্যাজিস্ট্রেট জনাব মারুফা বেগম নেভী কর্তৃক ০৩-০৯-২০২৩ তারিখে মূলখর ও ফকিরহাট ডাকবাংলো মোড় স্থানে মোবাইল কোট অভিযান পরিচালনা করেন। এই অভিযানে অস্বাস্থীকর পিরোশ ফুটপথ দখল করে ব্যবসা করায় অপরাধে ০৭ জন ব্যক্তিকে মামলায় ৮,২০০করা জরিমানা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস